চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে চা জনগোষ্ঠীর সন্তান সনজু মাল বিষুকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে আমু চা বাগানে মানববন্ধন ও দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করেছে চা জনগোষ্ঠী ও সর্বসাধারণ। শুক্রবার সকালে তারা এ মানববন্ধন করেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে গত বুধবার রাত ৮টায় আমু চা বাগানের দুর্গা মন্দির মাঠ প্রাঙ্গনে চার চা বাগানের পঞ্চায়েত প্রতিনিধি, ইউপি সদস্য-সদস্যা, যুবক, ছাত্র ও গণ্যমান্য মুরুব্বীদের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। আমু, নালুয়া, চন্ডী, চাকলাপুঞ্জি চা বাগানের সমন্বয়ে এই আলোচনা সভায় বক্তাগণ বলেন, ২২ ফেব্রুয়ারি মাদক ব্যবসায়ীরা আমু চিমটিবিল এলাকায় পান, সিগারেট নেয়ার বাহানায় দোকানে এসে সনজু মাল বিষুর বুকে ছুরিকাঘাত করে। ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার মারা যায় বিষু।
লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাড়াইক ও চা শ্রমিক নেতা মুকেশ কর্মকার বলেন, আমু, নালুয়া, চন্ডী, চাকলাপুঞ্জিসহ চার চা বাগানে সনজু মাল বিষুকে হত্যার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিদিন দুই ঘন্টা করে কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ জ্ঞাপন করা হচ্ছে। যতদিন আসামী গ্রেফতার না হয়, ততদিন এই কর্মবিরতি চলবে।