এস কে শাহীন ॥ হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর ও রতনপুর গ্রামে জমিতে পানি সেচ দেয়া নিয়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়েছেন। গুরুতর আহত দুই জনকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- জমির পানির সেচ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বাতাসর গ্রামের তারা মিয়ার পুত্র সমুজ আলী ও রতনপুর গ্রামের সামসুল হকের মাঝে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রতনপুর গ্রামের মৃত হীরা মিয়ার ছেলে আব্দুর রহমান বাচ্চু ও তার ভাই সেলিমসহ বেশ কয়েকজন আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় আঘাতপ্রাপ্ত আব্দুর রহমান বাচ্চু ও সেলিমকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।