স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে প্রতিপক্ষের হামলায় সানু মিয়া (৫০) নামে এক ব্যক্তির নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত সানু মিয়া হিয়ালা গ্রামের মৃত নোয়াজ আলীর পুত্র।
জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের কামাল মিয়ার সাথে সানু মিয়ার বিরোধ চলে আসছে। সানু মিয়ার স্বজনদের দাবি, এ বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় সানু মিয়াকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com