মোহাম্মদ আলী সরকার, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় মলম পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন মোঃ মুশাহিদ মিয়া (২৫) নামে মাধবপুরের এক যুবক। আলাপকালে জানা যায়- মুশাহিদ মিয়া মাধবপুরে তার বাড়ি যাওয়ার জন্য সিলেট বাস টার্মিনাল থেকে গাড়িতে উঠেন। রাস্থায় গাড়িটি শেরপুর নামক স্থানে কিছুক্ষণ যাত্রা বিরতি করে। এসময় যাত্রী উঠানামা করে। যাত্রীদের সাথে প্রতারক চক্র গাড়িতে ওঠে এবং কৌশলে তাকে কোন কিছুর মাধ্যমে আক্রান্ত করে ফেলে। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে মলম পাটির সদস্যরা তার সব কিছু নিয়ে যায়। গাড়িতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গাড়ির হেলপার তাকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে নামিয়ে রেখে চলে যায়। তাকে পড়ে থাকতে দেখে ফেসবুক লাইভ এর মাধ্যমে স্থানীয় সাংবাদিক একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিও লাইভ প্রকাশ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার স্বজনরা জান পারেন। অবশেষে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আলাপকালে মুশাহিদ মিয়ার পিতা মোঃ শাহাবউদ্দীন জানান- মুশাহিদ তার ছেলে। সে ব্যবসার কাজে সিলেট গিয়েছিল। তিনি বলেন- তার বাড়ি মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি পশ্চিমবাগ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com