তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৬ জানুয়ারি নবীগঞ্জের সমরগাঁও ফুটবল একাডেমীর মাঠে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও ক্রীড়া একাডেমীর ৪০ জন বালক অংশগ্রহণ করছে। এতে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সি লাইসেন্সপ্রাপ্ত ফুটবল কোচ মো: রুহুল আমীন রুবেল। ফুটবল প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ। বিশেষ অতিথি ছিলেন ৬নং কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, হবিগঞ্জ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মোঃ লিটন মিয়া এবং ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দাল মিয়া। এছাড়াও অনুষ্ঠানে কুর্শি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কামাল হাসান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ সহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি