স্টাফ রিপোর্টার ॥ দালালদের হামলায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ডোম মিজান (৩৫) আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ডোম মিজানের এক আত্মীয় হাসপাতালে এসে দালালের খপ্পরে পড়ে। এ সময় মিজান তার রোগীকে টানা হেচড়া করতে দালালকে নিষেধ করলেও তারা তার কথায় কর্ণপাত না করে রোগীকে নিয়ে টানা হেচড়া করে। এক পর্যায়ে দালালের সাথে মিজানের বাকবিত-া হয়। এক পর্যায়ে দালালরা সংঘবদ্ধ হয়ে তাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com