স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে গত ৬ মাস ধরে খাবার স্যালাইন সংকট চলছে। এতে গ্রামগঞ্জ থেকে আসা রোগীরা পড়ছেন ভোগান্তিতে। বহির্বিভাগে টিকেট নিয়ে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন লিখিয়ে ডিসপেনসারীতে গেলে বলা হয় খাবার স্যালাইন নেই। ফলে বাধ্য হয়ে তা বাহির থেকে তা কিনে আনতে হচ্ছে। এছাড়াও রয়েছে প্রয়োজনীয় ওষুধ সংকট। হাসপাতালের ডিসপেনসারীতে পর্যাপ্ত খাবার স্যালাইন রাখার কথা থাকলেও গত ৬ মাস ধরেই স্যালাইন সংকট চলছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, রোগীরা লাইনে দাড়িয়ে খাবার স্যালাইন ও ওষুধের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তাদের বলা হচ্ছে ৬ মাস ধরে খাবার স্যালাইন সংকট রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com