স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির সামনে নির্মিত সরকারি কৃষি অফিস দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর এ সুযোগে সরকারি কৃষি অফিস অবৈধভাবে দখল করে গাড়ির গ্যারেজ হিসেবে ব্যবহার করছেন এক প্রভাবশালী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে চেয়ারম্যান বাড়ির সামনে তৎকালীন আমলে বিশাল জায়গার উপর ইউনিয়ন কৃষি অফিসের পাকা ভবন নির্মিত হয়। দীর্ঘদিন ধরে ওই ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ইউনিয়ন কৃষি অফিস ভবনে লোকবল না থাকায় জনৈক প্রভাবশালী এটি দখল করে গ্যারেজ হিসেবে ব্যবহার করেছেন। ইউনিয়নবাসী প্রভাবশালীর কবল থেকে ভবনটি উদ্ধারের দাবি জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com