স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহ ছুফী আলহাজ্ব খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরসহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল ৩০ ডিসেম্বর সকালে হবিগঞ্জ আহছানিয়া মিশনে দোয়া ও মিলাদ মাহফিল। এতে আহছানিয়া মিশনের সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। পরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অুনষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৭/৮শ’ চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। চক্ষু শিবিরে বাছাই করা চোখে ছানী পড়া গরীব ও অসহায় দুই শতাধিক রোগীকে হবিগঞ্জ আহছানিয়া মিশনের অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে ছানী অপারেশন ও ঔষধ প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com