হবিগঞ্জে দীর্ঘদিনের একটি পারিবারিক বিরোধ নিষ্পত্তি করে দিয়েছে জাতীয় মহিলা সংস্থা। বিরোধ নিষ্পত্তির ফলে উভয়পক্ষ শান্তিপূর্ণভাবে বসবাসের অঙ্গীকার করেছে। জাতীয় মহিলা সংস্থা, হবিগঞ্জ জেলা কার্যালয়ের চেয়ারম্যান ইসমত আরা বেগম এর সভাপতিত্বে ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম এর মধ্যস্থতায় বাদী মোছা: জবেদা খাতুন (৬০) এর অভিযোগের প্রেক্ষিতে তিন দফা সালিশি বৈঠকের মাধ্যমে বিবাদী পক্ষ ১। মোছা: রেজিয়া খাতুন, স্বামী- মরহুম আব্দুল রেজ্জাক ২। মো: শাহজাহান মিয়া, পিতা- মরহুম আব্দুল রেজ্জাক ৩। মো: মজিদ মিয়া, পিতা- মরহুম জিন্নাত আলী সর্বসাং আইশানাবাদ, সুরাবই, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ এর উপস্থিতিতে বাদী ও বিবাদী পক্ষের বক্তব্য এবং উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজদু মিয়া ও খেলু মিয়ার সহযোগিতায় পারিবারিক বিরোধটি নিষ্পত্তি করা হয়।
উল্লেখ্য, বাদী ও বিবাদী পক্ষ পরস্পরের ছেলে মেয়ের বিয়ে দিয়ে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিলেন। ছেলের মায়ের সাথে শ্বশুর পক্ষের দীর্ঘদিন বিরোধ থাকায় বাদী জবেদা খাতুন দীর্ঘদিন গ্রামছাড়া ছিলেন। বাদী জাতীয় মহিলা সংস্থা, হবিগঞ্জ এর চেয়ারম্যানের শরণাপন্ন হলে সংস্থার জেলা কর্মকর্তা মুহাম্মদ ইয়াছিন এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় বিরোধ নিষ্পত্তি হয়। উভয় পক্ষ ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত দেন ভবিষ্যতে তারা সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবেন। প্রেস বিজ্ঞপ্তি