বালুর নিচে চিনির বস্তা রেখে ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল পাচারকারীরা
এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শেরপুর অর্থনৈতিক অঞ্চলের কাছ থেকে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। বুধবার রাতে চিনিসহ ট্রাকটি আটক করা হয়।
পুলিশ জানায়, সিলেট-জাফলং সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি একটি ১০ টনের ট্রাক উপরে বালু দিয়ে নিচে চিনির বস্তা রেখে ঢাকায় নিয়ে যাচ্ছিল। বুধবার রাত প্রায় ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। অভিযানকালে চিনির মালিক ও ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই এভাবে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনি কেনা বেচা হয়ে আসছে।
শেরপুর হাইওয়ে পুলিশের এসআই কাওসার আহমেদ জানান, চোরাই চিনিসহ ট্রাক আটকের পর ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করি। অভিযানকালে চালক ও মালিক পালিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com