স্টাফ রিপোর্টার ॥ ‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন হবিগঞ্জ এর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দেবী চন্দ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com