স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি এবং চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু জাহির নৌকা প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন। গতকাল হবিগঞ্জ শহরে আনুষ্ঠানিকভাবে তিনি নৌকা প্রতীক সংবলিত লিফলেট বিলি করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন। এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ পৌর টাউন হলে সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্বাচিত স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে সদর উপজেলার লোকড়া ও লাখাই উপজেলার করাব ইউনিয়নসহ বিভিন্ন স্থানে প্রচারণায় যান। যোগ দিয়েছেন কয়েকটি দলীয় নির্বাচনী সভায়ও।
এদিকে, এমপি আবু জাহির এর প্রতিটি নির্বাচনী সভায় হাজারো জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাঁর নৌকা প্রতীক নিয়ে প্রচারণা শুরুর পর হবিগঞ্জে নির্বাচনী আমেজ রীতিমত জমে উঠেছে।
এদিকে, এমপি আবু জাহির এর নির্বাচনী প্রচারণায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন।
প্রচারণায় এমপি আবু জাহির বিগত তিনবার হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরে এই ধারা অব্যাহত রাখার স্বার্থে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। পৃথক জনসভায় উপস্থিত লোকজন তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে হাত তুলে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com