স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের মাদক মামলার পলাতক আসামী সফিকুল মিয়া ওরফে মাস্টারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সফিকুল মিয়া ওরফে মাস্টার মজলিশপুর গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানায়, গত ১০ অক্টোবর মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে মাদক বিক্রির জন্য অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডলের ইব্রাহিম মিয়া ও তার সহযোগি সফিকুল মিয়া ওরফে মাস্টার রাস্তায় ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে। পরবর্তীতে এ ঘটনায় ইব্রাহিম ও সফিকুল মিয়া ওরফে মাস্টারকে আসামী করে একটি মাদক মামলা দায়ের করা হয়। ওই মামলায় সফিকুল পলাতক ছিল। শনিবার রাত ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকাস্থ ভাড়া বাসা থেকে সফিকুল মিয়াকে গ্রেফতার করে। গতকাল বিকেলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশিচত করেন এসআই মোহাম্মদ আলমগীর। পুলিশ জানায়-দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত সফিকুল মিয়া ওরফে মাস্টার তার সহযোগিদের সাথে ইয়াবা-ক্রয় বিক্রয় করে আসছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com