স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করায় ১২ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায়, গত ৮ ডিসেম্বর ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে খবরটি প্রচারিত হওয়ার পর সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের লক্ষ্যে পূর্বে ক্রয়কৃত পেঁয়াজ নির্ধারিত দামের চেয়ে অধিক দামে বিক্রয় করতে শুরু করে। যার প্রেক্ষিতে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ ব্যবসায়ীদের সাথে বৈঠক করে পেঁয়াজের পাইকারি মূল্য ১২০ টাকা এবং খুচরা মূল্য ১২৫ টাকা নির্ধারণ করেন। পাইকারিতে ২ বস্তার বেশি বিক্রয় করা যাবে না, খুচরাতে ১ কেজির বেশি কেউ কিনতে পারবে না স্থির করে দেয়া হয়। এতে ব্যবসায়ী প্রতিনিধিরা একমত পোষণ করে জেলা প্রশাসনকে সহায়তা করার আশ্বাস দেন। এতে বাজারে পেঁয়াজের মূল্য অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
এরই পরিপ্রেক্ষিতে জেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনকে সহায়তা করায় হবিগঞ্জ জেলার ১২ ব্যবসায়ীকে বিজয় দিবসে বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করে জেলা প্রশাসন। এসময় সকলের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যাগে যে কোন সংকটে, বিশেষ করে আগামী রমজান মাসে বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।