মো. মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন চৌধুরী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জেলার বাহুবল উপজেলার ভুগলী গ্রামের লাল মিয়া চৌধুরীর ছেলে। রবিবার সকাল ৭টায় উপজেলার সুদিয়াখলা গরুর বাজার নামক স্থানে বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তির শরীরে বিদ্যুৎস্পর্শের চিহ্ন রয়েছে। এছাড়া তার পাশে ট্রান্সফরমার খোলার সরঞ্জামাদি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com