স্টাফ রিপোর্টার ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরীসহ ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে রয়েছেন ৩১ জন প্রার্থী।  রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেবী চন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রত্যাহারের শেষ দিনে ৪টি আসনের ৫ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তাঁরা হলেন- হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, একই আসনে ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী, জাকের পার্টির ইয়াসমিন আক্তার মুন্নি, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ছাদিকুর মিয়া তালুকদার ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের তাদের নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করে নেন।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।
সূত্র জানায়, আওয়ামী লীগ সারা দেশে জাতীয় পার্টির জন্য মোট ২৬টি আসন ছেড়ে দিয়েছে। তন্মধ্যে হবিগঞ্জ-১ আসন একটি। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন এম এ মুনিম চৌধুরী বাবু।