স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের এক মাসের মাথায় আবারও সংযোগ দেয়া হয়েছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাড়াশি অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শুধু তাই নয়, বৈদ্যুতিক তার ও অবৈধ ইলেকট্রিক সামগ্রী আগুন দিয়ে বিনষ্ট করা হয়।
জানা যায়, একমাস আগে শায়েস্তাগঞ্জ রেল কলোনীর অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারও মোশারফ হোসেনের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ পার্কিং এলাকার পেছনে অবৈধ বিদ্যুত সংযোগ দেয়া হয়। খবর পেয়ে রেল বিভাগের বিদ্যুত প্রকৌশলী বিভাগের ফোরম্যান আসাদুজ্জামান খান, রেল পুলিশের ইনচার্জ মীর ছাব্বির আলীসহ একদল পুলিশ দিনভর অভিযান চালিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে তার ও ইলেক্ট্রিক সামগ্রী আগুন দিয়ে বিনষ্ট করে।
তিনি জানান, এরপর যদি কেউ অবৈধ বিদ্যুত সংযোগের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com