স্টাফ রিপোর্টার ॥ শাহজীবাজার ফতেহগাজী (র.) ওরসে প্রশাসনের নিষেধ অমান্য করে প্রথম দিনেই বাউল গানের আসর চলছে। প্রতিটি কাফেলায় বিভিন্ন স্থান থেকে ২০ জনেরও বেশি নারী শিল্পী অবস্থান করছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে এসব কাফেলায় বাউল গানের নামে অশ্লীল নৃত্য চলে। আর এসব নৃত্য দেখতে উঠতি বয়সী যুবকদের টাকা বিতরণ করতে দেখা যায়।
বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী ওরস শুরু হয়েছে। তবে প্রশাসনের নিকট থেকে বাউল গানের অনুমতি চাইলে প্রশাসন দেয়নি। কিন্তু তারপরও একটি চক্র মাজারের দায়িত্বে থাকা কিছু অসাধুদের ম্যানেজ করে বেশ কয়েকটি কাফেলা বসিয়ে এসব বাউল গানের আসর জমিয়ে তুলেছে। পাশাপাশি মাজারের পাশে পাহাড় এবং সমতল জায়গায় ত্রিপাল টানিয়ে জুয়ার আসরও চলছে। মাজার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি কাফেলায় বাউল গান চলছে।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি রাকিবুল হাসান জানান, বাউল গান নিষেধ করা হয়েছে। এরপরও যদি কেউ করে থাকে খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।