সরকারের পদত্যাগের এক দফা দাবীতে ১১তম ধাপে চলমান ৩৬ ঘন্টা অবরোধ কর্মসূচিতে ১৩ ডিসেম্বর অবরোধের সমর্থনে হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন হবিগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপি’র সদস্য ও জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, জেলা ওলামা দল সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মুকিম চৌধুরী, সামছুল হক, মাসুক ভান্ডারী, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হোসেন, বিএনপি নেতা কাজল মেম্বার, খায়রুল ইসলাম মাস্টার, জেলা শ্রমিকদল নেতা আক্তার মিয়া, শের আলী, গোপায়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজুর রহমান খান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সদস্য সচিব শেখ সোহেল, জেলা যুবদল নেতা সোহেল আহমেদ, দক্ষিণ বানিয়াচং যুবদল যুগ্ম আহবায়ক আবুল হাসান আসাদ, বিএনপি নেতা ইসহাক মিয়া, সাহেব আলী, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহবায়ক ইমন মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, মীর সাজু, সুতি মিয়া, বিএনপি নেতা মুবাশ্বির আহমেদ, মামুন মিয়া, লিটন মিয়া প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক সেলিম বলেন- ডামি নির্বাচনের নামে সরকার বাংলাদেশের জনগণের সাথে তামাশা করে যাচ্ছে, যা দেশের মানুষ কোন দিনও মেনে নেবে না, মেনে নিতে পারে না। তিনি অনতিবিলম্বে জনগণের নিকট ক্ষমা চেয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং ডামি নির্বাচন বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি