স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পাসপোর্ট অফিসে রোহিঙ্গা নারীর পাসপোর্ট করাতে গিয়ে পুলিশের হাতে আটক দালাল মাহির অন্যতম সহযোগী মুজিবুর রহমানকে (২৮) আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ বানিয়াচং উপজেলার আনন্দ বাজার থেকে তাকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আদালতকে সে জানান- কথিত ছাত্রলীগ কর্মী আমানুর রশীদ মাহির কথায় মাত্র ৩৫ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গা নারীর পাসপোর্ট করাতে রাজি হয়। পুলিশ জানায়, মাহির কম্পিউটার, ল্যাপটপ জব্দ করার চেষ্টা চলছে। পাশাপাশি ওই কম্পিউটারের পাসওয়ার্ডের জন্য মুজিবুরকে রিমান্ডে আনা হবে।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর বিকেলে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ বানিয়াচং উপজেলার আনন্দ বাজার থেকে দালাল মুজিবুর রহমানকে গ্রেফতার করে। গতকাল সোমবার বিকেলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইনের আদালতে তাকে হাজির করা হলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এসআই মমিনুল ইসলাম জানান, ৩৫ হাজার টাকার বিনিময়ে রোহিঙ্গা নারীকে শহরের রাজনগর এলাকার বাসিন্দা হারুনুর রশিদের পুত্র মাহির কাছে নিয়ে আসে মুজিবুর। আর মাহি ভূয়া জন্মনিবন্ধন ও কাগজপত্র নিয়ে ওই নারীর পাসপোর্ট করাতে গেলে গত ২১ অক্টোবর সহকারি পরিচালক বজলুর রশিদ তাদের আটক করে পুলিশে সোপর্দ করের। পরে মাহি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। গতকাল সোমবার দুপুরে পুলিশ শহরের পুরাতন পৌরসভা সড়কের মাহির দোকানে অভিযান চালিয়ে কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করার চেষ্টা করে।