স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দলের মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এ ঘোষণা দেন। জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আহাদ উদ্দিন চৌধুরী শাহীন। তবে হবিগঞ্জের ৩টি আসনে প্রার্থী চুড়ান্ত করা হলেও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এখন প্রার্থী চুড়ান্ত করেনি জাতীয় পার্টি। এদিকে জাতীয় পার্টির প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার পর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com