স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে শোডাউন করে হবিগঞ্জের ৪টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩৫ নেতা। গতকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিতরণের সমন্বয়ক টিমের কাছে মনোনয়ন ফরম জমা দেন তারা। আওয়ামী লীগ সিলেট বিভাগের মনোনয়ন ফরম বিতরণের সমন্বয়ক টিমের সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম জুয়েল জানান, গতকাল ছিল মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। অনেক প্রার্থী বিশাল শোডাউন করে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগে গত ১৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বর্তমান সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুন কিবরিয়া চৌধুরী কেয়া, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য ইছমত আহমদ চৌধুরীর কন্যা ডাঃ নাজরা চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল মুকিত চৌধুরী, সহকারি অ্যাটর্নি জেনারেল সহকারি শেখ মোহাম্মদ মাজু মিয়া, জামাল হোসাইন; হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, সাদিকুর রহমান পরাগ, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, ব্যারিস্টার এনামুল হক, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া ও অ্যাডভোকেট আবুল আজাদ; হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগ সভাপতি বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার সুশান্ত দাশ গুপ্ত ও রহুল আমিন মোল্লা; হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, মাধবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম মুসলিম, সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদের পুত্র নিজামুল হক মোস্তফা শহীদ রানা, আরিফুল হাই রাজীব, যুবলীগের কেন্দ্রীয় উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মোঃ মিসির আলী, এসএম এন ইসলাম মুনির ও এসএম রিয়াজ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com