স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পিকেটিংকালে বিএনপির দুই কর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পরে তাদেরকে বিস্ফোরক মামলায় কোর্টে প্রেরণ করা হয়। আটককৃতরা হলেন বিএনপি কর্মী আলী হাসান (৫০) ও ইলিয়াছ মিয়া (৪৫)।
গতকাল সোমবার সকালে সদর থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে শায়েস্তানগর সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় অন্য নেতারা কৌশলে সটকে পড়েন। পুলিশ জানায়, তারা নাশকতার চেষ্টা করছিলো।
গতকাল সোমবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com