নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র জননেতা আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গতকাল যুক্তরাজ্যে সংবর্ধিত হয়েছেন। যুক্তরাজ্যের ওল্ডহ্যামে বসবাসরত প্রবাসী নবীগঞ্জবাসী নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে বিশাল গণসংবর্ধনা প্রদান করেছে। প্রবাসী কমিউনিটি লিডার আব্দুস সহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার স্বনামধন্য মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি লিডার মুজিবুর রহমান, মহিব উল্লা, আবু তালিব, জিলু রহমান, ছালিক মিয়া ফয়লুল হক ও আব্দুল আলী। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি লিডার মতিউর রহমান চৌধুরী, এনায়েত হোসেন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, শাহীন আহমেদ, আলী জাহান চৌধুরী, রাসেল আহমেদ চৌধুরী, আব্দুল হক, আবদুল শাহীদ প্রমুখ প্রবাসী নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে মেয়র ছাবির আহমদ চৌধুরী আয়োজকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ইংল্যান্ড বসবাসরত প্রবাসী নবীগঞ্জ কমিউনিটি নেতৃবৃন্দের কাছে নবীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে তাঁদের সহযোগিতা কামনা করেছেন।
নবীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দেয়ায় বক্তারা নবীগঞ্জ পৌরসভার স্বনামখ্যাত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী’র ভূয়সী প্রশংসা করেন এবং নবীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com