মক্রমপুর ইউনিয়নে শান্তি সমাবেশে এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান বলেছেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলায় পরিণত করা। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বুধবার মক্রমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন- বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে নানা অপকর্ম করছে। কিন্তু কোনো ষড়যন্ত্র করে, নাশকতামূলক কর্মকান্ড করে এই সরকারের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করা যাবে না। সংবিধান অনুযায়ী যথা সময়ে শেখ হাসিনার নেতৃত্বেই হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের আলোয় উদ্ভাসিত করেছেন। প্রধানমন্ত্রী দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। এই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বিএনপি-জামায়াতের রাজনীতি অপরাজনীতি। সেই রাজনীতি কখনোই মেনে নেয়া যায় না। দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান তিনি। মক্রমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুল কবির মাসুদের পরিচালনায় শান্তি সমাবেশ উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাস্টার। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব হুমায়ূন করি রেজা, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক ও মক্রমপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল আজাদ, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি হাসান চৌধুরী হেমসিন, ইউপি চেয়ারম্যান মাসুদ কুরাইশি মক্কী, ইউপি চেয়ারম্যান মঞ্জু কান্তি দাস, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুর রউফ, আজমিরীগঞ্জ উপেজলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, ছানু লাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, জুবাইয়ের আহমেদ জাবের, বানিয়াচং উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন লাল মিয়া, সদস্য সচিব সেবুল ঠাকুর। সভায় বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।