স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় একটি দ্রুতগামী ম্যাক্সি উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ম্যাক্সিটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।
জানা যায়, বুধবার দুপুরে মাধবপুর থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি ম্যাক্সি নোয়াপাড়ার নারায়ণখোলা এলাকায় পৌঁছলে ব্রেক ফেল করে ম্যাক্সটি উল্টে যায়। এতে ১০ যাত্রী আহত হন। গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ম্যাক্সি রেখে চালক পালিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com