তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় হবিগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ সুইমিং ক্লাবের সহযোগিতায় অনুর্ধ্ব-১৬ বছরের বালক-বালিকাদের শেখ রাসেল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পুকুরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন বালক-বালিকা অংশগ্রহন করে। মুক্ত সাঁতার, চীৎ সাঁতার, বুক সাঁতার ও প্রজাপতি সাঁতার প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং হবিগঞ্জ সুইমিং ক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ সাদিকুর রহমান। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ’র সভাপতিত্বে ও আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক এবং হবিগঞ্জ সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মোঃ লিটন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মজিদ, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, হবিগঞ্জ সুইমিং ক্লাবের নির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান, আশেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিম উদ্দিন, হবিগঞ্জ সুইমিং ক্লাবের নির্বাহী সদস্য প্রকৌশলী বিশ^জিৎ পাল, আলী ইদ্রিস হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ আফজাল হোসাইন রনি, জোৎ¯œা আক্তার জনি, জলকিস আক্তার, সানজিদা আক্তার লিজা। এছাড়াও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি