মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। শুধু তাই নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। এ ঘটনায় হামিদুর রহমান বৃহস্পতিবার দুপুরে উপজেলার মঙ্গলপুর গ্রামের হৃদয় শাহআলম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন- বেশ কিছুদিন ধরে এমডি শাহআলম হোসাইন তার ফেসবুক আইডি থেকে তার নামে বিভিন্ন ধরনের আজেবাজে মন্তব্য সহ বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে আসছেন। গত ২৫ অক্টোবর রাত ৯ টায় তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও প্রচার করে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করেন হৃদয় শাহআলম। সাংবাদিক হামিদুর রহমানের অভিযোগ, এ বিষয়টি জিজ্ঞাসা করা হলে হৃদয় শাহআলম ওরপে এমডি শাহআলম হোসাইন তাকে প্রাণে হত্যার হুমকি দেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, জিডি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com