মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন বাহুবল (ইউসেব) আয়োজিত দিনব্যাপী ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় এবারও চ্যাম্পিয়ন হয়েছে সানশাইন মডেল হাইস্কুল। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে গ্রিণ পার্ক স্কুল এন্ড কলেজ। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে দিনব্যাপী প্রতিযোগিতায় উপজেলার ৯টি প্রতিষ্ঠানের ২৭ জন প্রতিযোগী অংশ নেয়। বিকেলে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা। সংগঠনের সভাপতি মোতাচ্ছিম বিল্লাহ’র সভাপতিত্বে ও সংগঠনের স্থায়ী কমিটির আহবায়ক কনক দেব মিঠু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারজানা খানম চাঁদনী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক পংকজ কান্তি গোপ। পরে চ্যাম্পিয়ন দলকে নগদ ৮ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল ও সনদ প্রদান করা হয়। রানারআপ দলকেও ক্রেস্ট, মেডেল, সনদ ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। তাছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল ও সনদ প্রদান করা হয়। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।