মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলে প্রবাহমান খালে বাঁশের বেড়া দিয়ে নিষিদ্ধ ম্যাজিক জাল ফেলে মাছ ধরার অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার স্নানঘাট বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।
অভিযানকালে প্রবাহমান খালে বাঁশের বেড়া দিয়ে নিষিদ্ধ ম্যাজিক জাল ফেলে মাছ ধরায় পানি ও এবং নৌকা চলাচলে বাঁধা সৃষ্টি করার অপরাধে মৎস্য রক্ষা এবং সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় স্নানঘাট গ্রামের জহর মিয়ার পুত্র রেজ্জাক মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ২৫ হাজার ফুট ম্যাজিক জাল জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com