নিতেশ দেব, লাখাই থেকে ॥ আগামী ২০ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলার পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
এবার লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৭০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। কয়েক দিনের মধ্যে শুরু হবে প্রতিমায় রঙের কাজ।
পূজারী পিন্টু দেব জানান, আমাদের ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কয়দিনের মধ্যেই অন্য সব কাজ শেষ করা হবে।
প্রতিমা কারিগর বলেন, শেষ মুহূর্তে জোরেসোরে প্রতিমা তৈরি কাজ চলছে। মাটির কাজ শেষ পর্যায়ে এখন রঙের এর কাজ শুরু হবে।
করাব ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন দেব জানান, আমাদের এখানে বরাবরই ভালোভাবে দুর্গাপূজা উদযাপন করা হয়। কোনও ধরনের সমস্যা হয় না।’ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলার সভাপতি প্রানেশ গোস্বামী জানান, এবার আমরা ৭০টি পূজা মন্ডপের তালিকা পেয়েছি। প্রতিমা তৈরির কাজ চলছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ১৪ অক্টোবর শনিবার মহালয়া। শারদীয় দুর্গাৎসব ২০ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ২৪ অক্টোবর মহাবিজয়া দশমির মধ্য দিয়ে সমাপ্তি হবে। এবার দেবী ঘোটকে আগমন ও গমন।
লাখাই থানার ওসি মো: নুনু মিয়া জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ এখন থেকে পূজা মন্ডপ মনিটরিং করছে। এদিকে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।