স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাদক সম্রাট সুমন মিয়া (৩০) এর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গত সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে জামিন আবেদন করলে তার জামিন নামঞ্জুর করা হয়। সে শহরের হরিপুর এলাকার আলী হোসেনের পুত্র।
সম্প্রতি ডিবি পুলিশ বিপুল পরিমাণ ইয়াবাসহ শহরের বাণিজ্যিক এলাকার ঢাকাইয়া পট্টির একটি বাসা থেকে সুমনসহ আরও একজনকে আটক করে। এ ঘটনায় ডিবি বাদি হয়ে মামলা করে। পুলিশ জানায়, সুমনের বিরুদ্ধে ডজনখানেক মামলা আছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com