স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জুনাইদ নামে (২৫) এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার আমু চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনাইদ উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের আলী হোসেনের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জুনাইদ মোটর সাইকেল যোগে চুনারুঘাট শহর থেকে বাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লেগে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সোমবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
চুনারুঘাট থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com