নিতেশ দেব, লাখাই থেকে ॥ লাখাই’র বীর মুক্তিযোদ্ধা শাহ মোজাহিদুল হক সোমবার দিবাগত রাত আড়াইটায় বামৈ কাটিয়ারা নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুরে উপজেলার বামৈ আব্দুর রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুমের কফিনে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও লাখাই থানা পুলিশের একটি চৌকস দল।
বীর মুক্তিযোদ্ধা শাহ মোজাহিদুল হক উপজেলার নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com