চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নয়া কমিটি গঠন করা হয়েছে। সভায় দৈনিক যুগান্তর পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের ১০ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উক্ত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট অনলাইন প্রেসক্লাব সভাপতি মহিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। উদ্বোধক ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সমন্বয়ক ও আজকের সিলেট ডটকম এর এডিটর ইন চিফ এম সাইফুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর মেয়র সাইফুল আলম রুবেল, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মোঃ মুহিতুর রহমান রুমন ফরাজি, রানীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি জামাল হোসেন লিটন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিআরডির চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, প্রভাষক মোহাম্মদ আব্দুল করিম, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন প্রমূখ। পরে প্রধান অতিথি সাংবাদিক ও জনপ্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
দ্বিতীয় অধিবেশনে সকলের সম্মতিক্রমে দৈনিক আমাদের সময় পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি মহিদ আহমদ চৌধুরীকে সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জুনায়েদ আহমদ (ভোরের কাগজ), সহ-সভাপতি ফজলুল হক তরফদার আবিদ (দৈনিক গণমুক্তি), সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মহিবুর রহমান জিতু (হবিগঞ্জের সংবাদ), যুগ্ম সম্পাদক মোঃ আলাউদ্দিন (অর্থনীতির কাগজ), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ আলম (আইটিভি), অর্থ সম্পাদক ফজল মিয়া তরফদার (প্রথম সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম রবিন (ঢাকা টাইমস), নির্বাহী সদস্য মোঃ নূর উদ্দিন সুমন (সমকাল), হুমায়ুন কবির চৌধুরী (প্রতিদিন বাংলাদেশ), মোঃ জসিম মিয়া (বিশ্ব মানচিত্র)।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com