হবিগঞ্জে ৭ হাজার ৯শ’ সদস্য করবে যুবলীগ
স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ জেলা যুবলীগের প্রতিটি ইউনিটকে তাঁদের সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার নির্দেশ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল হবিগঞ্জ পৌর টাউন হলে সদর উপজেলা ও পৌর যুবলীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
নির্বাচন ঘিরে বিএনপি সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা করছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, সকল পরিস্থিতি মোকাবিলায় যুবলীগের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলের স্বার্থে ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করার জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।
জেলায় ৭ হাজার ৯শ’ জন সদস্য সংগ্রহ ও নবায়ন করার লক্ষ্য নিয়েছে সংগঠনটি। পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী ও উদ্বোধক ছিলেন সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
হবিগঞ্জ জেলার ৭৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ১০০ জন করে মোট ৭ হাজার ৯শ’ জন সদস্য সংগ্রহ ও নবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী জানান, প্রথম ধাপে ২ হাজার সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫ হাজার ৯০০ জনকে নবায়ন এবং সংগ্রহের কাজ চলমান।