নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম আবির্ভাব তিথি তালনবমী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামবাসীর উদ্যোগে রবিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। রিফাতপুর গ্রামের রবীন্দ্র পালের বাড়িতে তালনবমী অনুষ্ঠামালার মধ্যে ছিল ঠাকুরের প্রতিকৃতিসহ মঙ্গল শোভাযাত্রা, ঠাকুরভোগ, বস্ত্র বিতরণ, সমবেত প্রার্থণা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, ঠাকুরের ভাবাদর্শে লীলা কীর্তন, ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠাকুরের লীলা কীর্তন পরিবেশন করেন সিলেটের কীর্তনীয়া এসপিআর বিশ্বজিত ভট্টাচার্য্য। বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশের সভাপতিত্বে ও তিথি পালনের সাধারণ সম্পাদক রশময় শীলের পরিচালনায় এতে অতিথি ছিলেন সিলেটের আশোতোষ দাশ এসপিআর। প্রধান আলোচক ছিলেন এসপিআর গুনসিন্ধু চক্রবর্তী। বিশেষ আলোচক ছিলেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মনোজ কান্তি দাশ চৌধুরী, সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, বর্তমান সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরী, রাসেন্দ্র চন্দ্র দাস, উপ সহকারী কৃষি কর্মকর্তা অজিত কুমার দাশ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন অরবিন্দু পাল বাবুল, দিপক পাল, রিপন দাশ, হৃদয় শীল। অনুষ্ঠানে আনন্দ বাজারে প্রসাদ বিতরণ করা হয়।