স্টাফ রিপোর্টার ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শাখা জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা ও সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আক্তারের পরিচালনায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এবং হবিগঞ্জ-৩ (লাখাই-শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সদর উপজেলা) আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি মোঃ কাজল মেম্বার, মোঃ ছাদেক মিয়া, মোঃ কুতুব আলী, সফিক আলী, ফারুক মিয়া প্রমূখ। সভা শেষে হুসেইন মুহম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com