নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে ব্র্যাকের ফলোআপ সভা
স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)’র অধিকার এখানে, এখনই (রাইট হিয়ার রাইট নাউ) প্রকল্পের উদ্যোগে নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সাথে ফলোআপ সভা গতকাল সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ইয়ূথ লিডার লোকমান আহমেদের সভাপতিত্বে ও ইমরান মিয়ার সঞ্চালনায় ফলোআপ সভায় স্বাগত বক্তব্য রাখেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা পাশার নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির, নিশান হেলথ প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রকিবুল ইসলাম, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী আরেফ আলী মন্ডল, এসেড হবিগঞ্জ এর প্রোগ্রাম অফিসার ফৌজিয়া আক্তার, সিআইএস এর প্রকল্প কর্মকর্তা দীপাংশু চাক্মা, সেবা’র কো-অর্ডিনেটর মোঃ খালিদ হাসান, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কমিটির ডিস্ট্রিক্ট ম্যানেজার তারেক আজিজ, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম, প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ূথ মবিলাইজার তানিয়া সুলতানা। এ ছাড়াও ফলোআপ সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ইয়ূথ গ্রুপের সদস্যরা অংশ নেন।
ফলোআপ সভায় বক্তাগণ বলেন- কিশোর-কিশোরীদের দৈহিক সুস্বাস্থ্য এবং মানসিক বিকাশ নির্ভর করে বয়স উপযোগী যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সেবা প্রাপ্তির উপর। কিন্তু অধিকাংশ কিশোর-কিশোরী বয়ঃসন্ধিকালে যে শারীরিক ও মনোদৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় সে ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা থাকে না। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে এ বিষয়ে আলোচনা থাকলেও তা অনেক সময় এড়িয়ে চলা হয়। ফলে সঠিক ও বিজ্ঞানসম্মত তথ্য না জানার ফলে কিশোর-কিশোরীরা বিভ্রান্তিতে ভোগে। তাই কিশোর-কিশোরী তথা সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এমন একটি অনুকূল পরিবেশ তৈরী করতে হবে যাতে কিশোর ও তরুণরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে নিঃসংকোচে খোলামেলা কথা বলতে পারে এবং সঠিত তথ্য প্রাপ্তির মাধ্যমে তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারে। বক্তাগণ বলেন- যুব সমাজ এক হয়ে কাজ করলে যৌন নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। এ ছাড়াও ফলোআপ সভায় শিক্ষার্থীদের বয়সন্ধিকালে ব্যক্তিগত নিরাপত্তা কৌশল, যৌন হয়রানী, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সমন্বিত যৌনতা শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়।