মো. মামুন চৌধুরী ॥ মাধবপুরে খাবারে ক্ষতিকারক কেমিক্যাল মেশানো ও ওজনে কারসাজির অপরাধে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযান পরিচালনা করে উক্ত জরিমানা আদায় করেন।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ছাতিয়ান বাজারে অভিযানকালে মিষ্টির দোকানে মানবদেহের জন্য ক্ষতিকারক কেমিক্যাল মেশানো ও মিষ্টির খালি প্যাকেট অতিরিক্ত ওজনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই শতাধিক মিষ্টির প্যাকেট আগুনে পুড়ে ধ্বংস করা হয়। পরে একই বাজারে মূল্য তালিকা না থাকা ও বিএসটিআই’র অনুমোদনহীন পণ্য সংরক্ষণ এবং বিক্রির অপরাধে ৩টি মুদি দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ সাকিব হোসাইন ও ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মাধবপুরে খাবারে ক্ষতিকারক কেমিক্যাল মেশানো ও ওজনে কারসাজির অপরাধে ৭ ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com