নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ দরবার শরীফে জিয়ারত ও দোয়া মিলাদ মাহফিল করেছেন দিল্লী হযরত সৈয়দ নিজাম উদ্দিন (রহঃ) আউলিয়া দরবার শরীফের খাদেম পীরজাদা সৈয়দ বদরুদ্দোজা রাজা নিজামী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাদ এশা মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে প্রথমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিল করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি এবং দোয়া পরিচালনা করেন দিল্লী হযরত সৈয়দ নিজাম উদ্দিন (রহঃ) আউলিয়া দরবার শরীফের খাদেম পীরজাদা সৈয়দ বদরুদ্দোজা রাজা নিজামী। দোয়া ও মিলাদ মাহফিল শেষে দরবার শরীফে দিল্লি হযরত সৈয়দ নিজাম উদ্দিন (রহঃ) আউলিয়ার জন্ম দিনের কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন মুড়ারবন্দ দরবার শরীফের খাদেম পীরজাদা সৈয়দ মুরাদ আহমেদ চিশতী, কবির আহমেদ চিশতী, দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মোঃ নিয়ামত আলী, নবীগঞ্জের টঙ্গী টিলা মাজারের খাদেম সৈয়দ দরাজ আহমেদ, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও শায়েস্তাগঞ্জ দাউদ নগর সৈয়দ শাহ হাসান উল্লা (রহঃ) প্রকাশ ছাওয়াল পীর মাজার শরিফের উত্তরসুরী বংশধর সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, বাগুনীপাড়া গ্রামের বিশিষ্ট ঠিকাদার মোঃ মোশাহিদসহ শতাধিক লোক।