বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিম এঁর ৩৪তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উপলক্ষে বৃহস্পতিবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল ৯টায় হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল বারী আউয়াল, কোষাধ্যক্ষ ফনী ভূষন দাস, সদস্য রেজাউল মোহিত খান, সদস্য আশরাফ আলী খান, সদস্য আলহাজ্ব সিরাজ উদ্দিন খান, হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার ওয়াহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার দেবাশীষ দেব, মেডিকেল অফিসার ডাঃ সমীর কুমার দেবনাথ প্রমুখ। সভা পরিচালনা করেন হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির অফিস সহকারী মোঃ ফজলুল করিম। সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মহিউদ্দিন।
অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয় যে, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয় এবং অল্প কিছুদিনের মধ্যে গাইনী বিভাগ কার্যক্রম শুরু হবে। বর্তমানে কিডনী ডায়ালাইসিস, ডিজিটাল এক্স-রে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা অত্যন্ত সূলভ মূল্যে সব ধরনের ল্যাবের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। উক্ত পরীক্ষা-নিরীক্ষায় অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার থেকে ৩০-৪০% টাকা কমে করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com