হবিগঞ্জ জেলা যুবলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার সন্ধ্যায় জেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক একে এম মঈন উদ্দিন চৌধুরী সুমনের নেতৃত্বে নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন বলেন- সকলের সহযোগিতা নিয়ে যুবলীগকে আরো শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন রিজু, জেলা যুবলীগের সহ-সভাপতি বিপ্লব রায় চৌধুরী, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল, সাংগঠনিক মামুন মিয়া, মানিক মিয়া, মহিবুর রহমান মাহি, ত্রাণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সদস্য আরিফ ফয়সল খান। এর আগে নেতৃবৃন্দ ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আসলে তাদের বিশাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে হবিগঞ্জ শহরে নিয়ে আসা হয়। পরে তারা সারা শহর প্রদক্ষিণ করেন। শহর প্রদক্ষিণ শেষে নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও কমিটি ঘোষণার পর পরই যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং টঙ্গিপাড়ায় জাতির জনকের কবরস্থান জিয়ারত করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে হবিগঞ্জ জেলা যুবলীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com