নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরীর উপর হামলার ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সাংবাদিক তৌহিদ চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। মামলার আসামীরা হলেন- মাসুম আহমেদ জীবন (৩০), আরিফ হাসান (১৯), বদরুল আলম লিমন (৩২), ফয়ছল আহমেদ (৩০) ও নাঈম আহমেদ (৩২)।
মামলা সূত্রে জানা যায়- প্রায় ১ বছর পূর্বে আসামী মাসুম ও তার লোকজনের বিরুদ্ধে মারামারি সংঘটিত করার ঘটনা নিয়ে সাংবাদিক তৌহিদ চৌধুরী দৈনিক জাতীয় অর্থনীতিসহ স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিউজ করেন। এনিয়ে মাসুম ও তার লোকজন সাংবাদিক তৌহিদকে দেখে নেয়ার হুমকি দেন। এর জের ধরে গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নবীগঞ্জ শহরের সেন্ট্রাল প্লাজার সামনে সাংবাদিক তৌহিদ চৌধুরীর উপর হামলার ঘটনা ঘটে।
এদিকে সাংবাদিক তৌহিদ চৌধুরীর উপর হামলার ঘটনায় নবীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com