মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পুকুরে মাছ ধরতে বাঁধা দেয়ায় এক মহিলার উপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত উপজেলার বুল্লা গ্রামের কৃষ্ণ দাসের স্ত্রী সুকরবা রাণী দাস (৩৬) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মাধবপুর থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বুল্লা গ্রামের মৃত হরেন্দ দাসের ছেলে কৃষ্ণ দাসসহ কয়েকজন এজমালি পুকুরে মাছ চাষ করে। শুক্রবার ভোরে ওই গ্রামের শ্রীচরণ দাস (২৮), গোপাল দাস, নেপাল দাসসহ কয়েকজন এজমালি পুকুরে মাছ ধরতে শুরু করে। খবর পেয়ে সুকরবা দাস এতে বাঁধা দিলে মাছ আহরণকারীরা তার উপর চড়াও হয়। এক পর্যায়ে সুকরবা দাসের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com