গৌতম রায় দ্বিতীয় ও সুমা তৃতীয় প্যানেল মেয়র
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়রের প্যানেল নির্বাচিত হয়েছেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায় ও শেখ সুমা জামান। রবিবার বিকেলে নবনির্বাচিত পৌরপরিষদের প্রথম সভায় এ তিনজন কাউন্সিলর মেয়রের প্যানেল হিসেবে দায়িত্ব পান। মেয়রের প্যানেল-১ মোঃ জাহির উদ্দিন, মেয়রের প্যানেল-২ গৌতম কুমার রায় ও মেয়রের প্যানেল-৩ সুমা জামান। পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সংসদ সদস্য মোঃ আবু জাহিরের উপস্থিতিতে সভায় কাউন্সিলরগণের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মেয়রের প্যানেল নির্বাচন করা হয়। স্থানীয় সরকার পৌরসভা আইন অনুযায়ী মেয়র প্যানেলের মধ্যে একজন বাধ্যতামুলক সংরক্ষিত আসনের কাউন্সিলর অন্তর্ভূক্ত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com