স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহির মিয়া তালুকদারকে পুনর্বহাল করা হয়েছে। গত ১৬ মার্চ বিদ্যালয়ে যোগদান করলে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চুসহ এলাকাবাসী, ছাত্র-শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে প্রধান শিক্ষককে অভ্যর্থনা জানান। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় আলোচ্যসূচিতে প্রধান শিক্ষকের বিষয়টি উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক মোঃ তাহির মিয়া তালুকদারকে পুনর্বহালের সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে গত ১৪ জানুয়ারি বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট। ফলে বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির সভাপতি বরাবরে প্রধান শিক্ষক পুনর্বহালের তাগিদপত্র প্রদান করা হয়।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর আপীল এন্ড অর্বিট্রেশন কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রধান শিক্ষক মোঃ তাহির মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় বিধায় তাঁকে স্বপদে পুনর্বহালসহ বিধি মোতাবেক বেতন-ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশনা প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com