পৌর পরিষদকে সহযোগিতা করতে পৌরবাসীর প্রতি আহবান জানালেন এমপি আবু জাহির
মেয়র সেলিম বললেন পৌরসভা হবে রাজনীতিমুক্ত সকল শ্রেণী-পেশার নাগরিক সমান সেবা পাবেন
স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভক্ষণে হবিগঞ্জ পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন নবনির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম ও তাঁর পরিষদ। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গণে দায়িত্বগ্রহণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হবিগঞ্জ পৌরসভা একটি প্রাচীন পৌরসভা হলেও আজো কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। হবিগঞ্জ পৌরসভা উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পথে বার বার প্রতিবন্ধকতা আসলেও বর্তমানে মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে নবনির্বাচিত পরিষদ হবিগঞ্জ পৌরসভার উন্নয়নকে এগিয়ে নেবেন বলে প্রত্যাশা করা যায়। তিনি বলেন, মেয়র হিসেবে নতুন হলেও আতাউর রহমান সেলিমের রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কাজে অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পরিষদকে সাথে নিয়ে পৌরবাসীর কাক্সিক্ষত উন্নয়ন ও সেবা প্রদান নিশ্চিত করতে পারবেন। এমপি আবু জাহির বলেন, সংসদ সদস্য ও হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা হিসেবে আমি বর্তমান পরিষদকে উন্নয়ন ত্বরান্বিত করতে সর্বাত্মক সহযোগিত করবো।’ তিনি পৌর পরিষদের সকলকে পৌরসভার কাজে দলনিরপেক্ষ ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে পরামর্শ দেন। সাথে সাথে নতুন পরিষদকে সহযোগিতা করতে তিনি পৌরবাসীর প্রতি আহবান জানান।
হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বলেন, পৌরসভা হবে রাজনীতিমুক্ত। এখানে সকল শ্রেণী পেশার নাগরিক সমান সেবা পাবেন। পৌরবাসীর প্রত্যাশা পূরণ করতে আমি নতুন পরিষদকে নিয়ে সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করবো। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উদ্যোগ বাস্তবায়নে সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের সহযোগিতা নিয়ে আমরা হবিগঞ্জ পৌরসভাকে একটি আদর্শ পৌরসভা গঠন করতে পৌরবাসীর মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রস্তুত করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোঃ জাকারিয়া ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের কাউন্সিলর বেগম খালেদা জুয়েল, কাউন্সিলর গৌতম কুমার রায়, কাউন্সিলর আলাউদ্দিন কুদ্দুছ, কাউন্সিলর আবুল হাসিম প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন আলহাজ¦ মাওলানা আব্দুল হালিম ও পবিত্র গীতাপাঠ করেন প্রমথ সরকার। এরপর প্রধান অতিথি ও নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনগুলোর মধ্যে ছিল জেলা আওয়ামীলীগ, জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, জেলা অ্যাডভোকেট সমিতি, জেলা শ্রমিকলীগ, বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ মটর মালিক গ্রুপ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাবেক জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, পৌর যুবলীগ, পৌর ছাত্রলীগ, সদর উপজেলা যুবলীগ, যুব মহিলা লীগ, পৌর সাধারণ পাঠাগার, হবিগঞ্জ হিন্দু বিবাহ রেজিস্ট্রার সমিতি, হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, হবিগঞ্জ জেলা অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন, হবিগঞ্জ জেলা ম্যাক্সি মালিক সমিতি, ম্যাক্সি-ইমা শ্রমিক ইউনিয়ন, হবিগঞ্জ স্বর্ণরৌপ্য ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ নিগোমানন্দ সেবা সংঘ জেলা শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পৌর শাখা, বৃন্দাবন কলেজ ছাত্রলীগ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, ভাই ব্রাদার্স সামাজিক সংঘ, দানিয়ালপুর এলাকাবাসী, হবিগঞ্জ অখন্ড মন্ডলী, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশন। এছাড়া আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও জাতীয় পার্টি নেতা শংকর পালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন নবনির্বাচিত কাউন্সিলর খালেদা জুয়েল, মোঃ জাহির উদ্দিন, মোঃ আবুল হাসিম, গৌতম কুমার রায়, মোহাম্মদ জুনায়েদ মিয়া, মোঃ আলাউদ্দিন কুদ্দুছ, শাহ সালাহউদ্দিন আহাম্মদ টিটু, পান্না কুমার শীল, টিপু আহমেদ, মোঃ শফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। এ ছাড়াও হবিগঞ্জ শহরের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।