স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে গাঁজাসহ হবিগঞ্জের চুনারুঘাটের এক নারী ও তার সঙ্গীকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি ৯শ গ্রাম ও পরিত্যক্ত অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গত বুধবার (৩ মার্চ) দুপুরে ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে থামলে তারা ট্রেন থেকে নেমে প্লাটফর্ম দিয়ে যাবার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার ইকরতলি গ্রামের খোকন মিয়ার স্ত্রী সুফিয়া বেগম ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধিন নলগড়িয়া গ্রামের মস্তু মিয়ার ছেলে সাদ্দাম। আটককৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদাউস আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনের ১নং প্লাটফরম থেকে উল্লেখিতদের আটক করা হয়। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com